ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

কর অব্যাহতি ব্যাপক হারে কমবে: এনবিআর চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১০ এএম, ০৬ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) অন্যান্য উন্নয়ন সহযোগীদের চাপে কর অব্যাহতি ব্যাপক হারে কমানোর পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ওয়ালটন আয়োজিত শিল্পমেলা ‘এটিএস এক্সপো-২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্থানীয় ব্যবসায়ীদের জন্য কর ছাড় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো দিয়েছি, নয়তো আপনারা এখানে আসতে পারতেন না। এগুলো দিয়েছি এফডিআই (বিদেশি বিনিয়োগ) টানতে, দেশের বিনিয়োগ বাড়াতে। এখন ট্যাক্স এক্সপেন্ডিচার (কর অব্যাহতি) কমাতে হবে ড্রাস্টিক্যালি।

সম্প্রতি আইএমএফ প্রতিনিধিদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ওনারা (আইএমএফ) বলেছেন আপনারা (এনবিআর) যে প্রতি বছর ৩ লাখ থেকে সাড়ে ৩ লাখ কর ছাড় দেন, এগুলো কমাতে হবে।

সামনে রাজস্ব বাড়ানোর বড় চ্যালেঞ্জ থাকার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক ঘাটতি বাজেট করা হয়েছে, অনেক ঋণ করতে হয়েছে। এগুলো এখন বোঝা হয়ে গেছে। এসময় সব করদাতাকে কর দেওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানান এনবিআর চেয়্যারম্যান।

ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৫ এর মার্চ থেকে একই জায়গায় ব্যবসার সব নিবন্ধন সনদ পাওয়া যাবে। আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্নও অনলাইনে নিয়ে আসবো। আপনাদের ট্যাক্স দিতে যে তিক্ততা লাগে, সেটা যেন আর না লাগে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে এখনো উৎপাদনকারী ও সংযোজনকারীর মধ্যে আইনিভাবে ভিন্নতা নেই। কর অব্যাহতির সুযোগ-সুবিধায়ও ভিন্নতা নেই।

এসএম/ইএ