ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঢাকায় বিনিয়োগ বাড়াতে কাজ করবে বিটিএমইউ

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কাজ করবে জাপানের সবচেয়ে বড় ব্যাংক দি টোকিং ব্যাংক অব মিটসুবিসি ইউএফজে লিমিটেড (বিটিএমইউ)।

জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগ আনতে বাংলাদেশের বিনিয়োগে বোর্ডের সঙ্গে কাজ করবে।

বুধবার বিনিয়োগ বোর্ড ও বিটিএমইউর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এর আয়োজন করা হয়।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল ও বিটিএমইউ এর এশিয়ান প্রধান নির্বাহী গো ওয়াতানো বে চুক্তিতে সই করেন।

এ সময় শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে বিটিএমইউ জাপানি ব্যবসায়ীরা যাতে সহজে এবং নির্বিঘ্নে ঢাকায় বিনিয়োগ করতে পারে তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিনিয়োগ বোর্ডের সঙ্গে কাজ করবে। দুই প্রতিষ্ঠান সভা, সেমিনার, সিম্পোজিয়ান আয়োজন করবে।

আয়োজকরা বলছেন, বন্ধুপ্রতিম দুই দেশের সরকার প্রধানের সফর ও পাল্টা সফরের প্রতিশ্রুতি পূরণেই মূলত এই চুক্তি।