ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বিজ্ঞাপন বার্তা | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৬ নভেম্বর ২০২৪

বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৩৯৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ। ব্যাংকের বরিশাল জোনপ্রধান মো. সরোয়ার হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী মো. ফারুক, মো. শামীম আহসান, চৌধুরী মো. মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালেহ, বিশিষ্ট আলেম ডা. এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মো. খলিলুর রহমান, মো. মাহবুবুর রহমান খান এবং বিশিষ্ট সমাজসেবক মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখাপ্রধান মো. লকিতুল্লাহ। এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র তিন মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ব্যাংক ২০ লাখ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।

মো. আলতাফ হুসাইন আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। দুই কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন।

তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগসেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া পাথরঘাটা শাখাসহ সারাদেশে ছয় হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা নিতে সকলের প্রতি আহ্বান জানান।

বিএ/জিকেএস