ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঢাকায় পাটপণ্যের মেলা শুরু ২৬ নভেম্বর

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৮ এএম, ০৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে বহুমুখী এই পাটপণ্য মেলা হবে। মেলার সঙ্গে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে।

এ আয়োজন উপলক্ষে সোমবার (৪নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এসময় জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এ মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরনের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।

এনএইচ/এমআইএইচএস