ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’র নাম বদলে হচ্ছে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৪ নভেম্বর ২০২৪

বাজারজাতকরণের সুবিধার্থে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ পলিসির নাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) এই বিমা পণ্যটি বাজারজাত করে।

সম্প্রতি এসবিসি থেকে বিমা পণ্যটির নাম পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে আবেদন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুন-অর-রশিদের সই করা আবেদনে বলা হয়েছে, সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সার্কুলার নং-নন-লাইফ ৭৯/২০২০ এর মাধ্যমে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ নামক একটি জনবিমা পলিসি অনুমোদন করে।

এই অনুমোদনের আলোকে সাধারণ বীমা করপোরেশন দেশব্যাপী এর শাখাগুলোর মাধ্যমে বিমা পলিসিটি ইস্যু করা হয়েছে। বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাজারজাতকরণের সুবিধার্থে এই বিমা পলিসিটির নাম পরিবর্তন করা প্রয়োজন।

আইডিআরএর দাযিত্বশীল এক কর্মকর্তা বলেন, বিদ্যমান প্রিমিয়াম হার ও টার্মস অ্যান্ড কন্ডিশনস অপরিবর্তিত রেখে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ বিমা পলিসিটির নাম পরিবর্তন করে ‘সর্বজনীন সুরক্ষা বীমা’ করার জন্য সাধারণ বীমা করপোরেশন থেকে আবেদন করা হয়েছে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। শিগগির বিমা পলিসিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হবে বলে আশা করছি।

এমএএস/বিএ/জিকেএস