ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৯ মে ২০১৬

টানা দুই দিন উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। তবে আগের দিনের চেয়ে দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৯ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা বা ১৯ দশমিক ৪৭ শতাংশ বেশি। রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত আছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৩ পয়েন্ট কমে ৯৮০ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬০ পয়েন্ট কমে ১২ হাজার ৩১৯ পয়েন্টে, সিএসপিআই সূচক ৪৬ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৮ লাখ। সিএসইতে মোট ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এসআই/একে/পিআর