ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঢাকার দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৪

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বাজার তদারকি করেছে। এসময় তদারকি টিম ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান। এসময় নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, ডিম ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টানানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্যতালিকা সঠিকভাবে না টানানো ও যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী।

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএইচআর/জেআইএম