ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৩ অক্টোবর ২০২৪

সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পাশাপাশি তার স্ত্রী ও তিন সন্তানের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বিএফআইইউ।

এর ফলে নিজ ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টে আগামী ৩০ দিন সব লেনদেন বন্ধ থাক‌বে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে বলে জানায় বিএফআইইউ। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

বিএফআইইউয়ের চিঠিতে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আক্তার বানু, ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য (অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী) দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

ইএআর/কেএসআর/জেআইএম