ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা

২ বিলিয়ন ডলার সহায়তার অর্থ দ্রুত ছাড়ের প্রতিশ্রুতি পাওয়া গেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে। শিগগির এ অর্থছাড়ের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্যাসের মজুত নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘একটি সুসংবাদের মতো বলা চলে, সেটি হলো- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টাদের সঙ্গে উন্নয়ন সহযোগীরা দেখা করছেন। প্রত্যেকে একটি কথা বলছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা অব্যাহত রাখবে। এবং সহায়তার পরিমাণ বাড়াবে। আজই আমার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট দেখা করতে আসবেন।’

তিনি বলেন, ‘ডলারের সংকটের জন্য আমরা বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয় থেকে বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলারের বাজেটারি সাপোর্ট চেয়েছি। যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং বিদেশ থেকে বিদ্যুৎ কিনে সেটার বিল দিতে পারি। আরও এক বিলিয়ন ডলার চেয়েছি এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে। তারা এটা সিরিয়াসলি বিবেচনা করছে।’

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘বিশ্বব্যাংক এবং অন্যান্য জায়গা থেকে খুব দ্রুত টাকা ছাড় হবে এমন একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ডলার সংকটের কারণে জ্বালানি আমদানি যে ব্যাহত হচ্ছে, বিদ্যুতের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, আমরা আশা করি সেটার সমাধান হবে।’

২৬০ কোটি টাকা অনিয়ম করে অতীতে গ্যাজপ্রমকে কাজ দেওয়া হয়েছিল। সেই বিষয়ে এখন তদন্ত করবেন কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘অতীতে দুর্নীতির বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিচারপতি মইনুলকে দিয়ে একটি কমিটি করেছি। উনারা এগুলো দেখবেন। উনারা যে সুপারিশ করবেন, সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো। অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটি কমিটি হয়েছে, উনারাও বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করছে না।’

‘এখন উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না। সেটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক’ বলেন ফাওজুল কবির খান।

লোডশেডিং কমে এসেছে। এখন অতিরিক্ত গ্যাস দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়াও স্পট মার্কেট থেকে জ্বালানি কেনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

আরএমএম/বিএ/জিকেএস