ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বন্যার্তদের একদিনের বেতন দেবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৫ আগস্ট ২০২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা একদিনের মূল বেতনের অর্থ দেবেন।

রোববার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বন্যা-পীড়িত মানুষের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এমএএস/এমআরএম/জেআইএম