ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

পরিকল্পনা উপদেষ্টা

বিবিএস প্রকাশিত মূল্যস্ফীতি-জিডিপির সূচক নিয়ে সন্দেহ আছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৯ আগস্ট ২০২৪

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বিভিন্ন তথ্য, মূল্যস্ফীতি ও জিডিপির সূচক নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, বিবিএস প্রকাশিত তথ্য, মূল্যস্ফীতি ও জিডিপি সূচক নিয়ে বহুদিন ধরে সন্দেহ আছে। এগুলো সম্বন্ধে সব জানি। বহুদিন ধরে কাজ করেছি। কেথায় ত্রুটি-বিচ্যুতি আছে তা দেখা হবে।

সোমবার (১৯ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ে অনেকে সন্দেহ আছে। কোথায় ত্রুটি আছে সেটা দেখা হবে। বহুদিন ধরে সন্দেহ, এগুলো সঠিক তথ্য দেয় না।

তিনি বলেন, এগুলো সম্বন্ধে সব জানি, বহুদিন ধরে কাজ করেছি। এখন সরাসরি কাজ করবো। কোথায় ত্রুটি-বিচ্যুতি আছে, ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে কি না দেখা হবে।

এমওএস/বিএ/এএসএম