দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ চাই
দেশের অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ চান বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
বুধবার (৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা জানতে চাইলে জাগো নিউজকে তিনি একথা জানান।
আরও পড়ুন
- পুলিশের ‘দেখা নেই’, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি-লুটপাট
- বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশীরাও বিপদে পড়বে
মোহাম্মদ হাতেম বলেন, দেশের তরুণ ছাত্রসমাজ দেশের জন্য যে পরিবর্তন এনেছে, তা সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজে লাগাতে হবে। সরকার যেই আসুক, আমরা (পোশাকখাতের ব্যবসায়ীরা) তাদের ওয়েলকাম করি। আমরা ব্যবসায়ী, সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করাটাই আমাদের ধর্ম।
তিনি বলেন, আমরা চাই ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ। সবাই মিলে দেশের জন্য এ পরিবর্তন এনেছে। সেজন্য কলকারখানা ও দেশের অর্থনীতি সচল রাখাটা জরুরি। তাতে সবার মঙ্গল।
এই ব্যবসায়ী নেতা বলেন, এদেশে দুর্নীতি যারা করেছে, যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে, তাদের চিহ্নিত করা হোক, আইনের আওতায় আনা হোক এখন। এখনো অনেক এলাকায় স্থানীয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না। ফলে সরকারকে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আইএইচও/এএসএ/এমএস