ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডেইলি শপিংয়ে মুরগির কেজি ২৮৯ টাকা, তেলে ছাড় দেবে বেস্ট বাই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ২৫ জুলাই ২০২৪

সাপ্তাহিক ছুটিরদিন শুক্রবার নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ ছাড় নিয়ে আসছে বেস্ট বাই ও ডেইলি শপিং। বেস্ট বাই থেকে ক্রেতারা বিশেষ ছাড়ে তেল, আটা, ময়দা, চাল, দুধ, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন।

ডেইলি শপিং থেকে ২৮৯ টাকা কেজিতে পাওয়া যাবে সোনালি মুরগি। একই সঙ্গে আম, ড্রাগন ফ্রুটস, ইলিশ, রুই, চিংড়ি মাছসহ বিভিন্ন সবজিতে পাওয়া যাবে বিশষ ছাড়। ডিম মিলবে প্রতিপিস ১২ টাকা দরে।

‘সপ্তাহের সেরা সাশ্রয়’ স্লোগানে ২৬ জুলাই ডেইলি শপিং ৭০০ গ্রাম ওজনের প্রতিপিস ইলিশ বিক্রি করবে এক হাজার ৯৯ টাকায়। যার রেগুলার মূল্য এক হাজার ২৫০ টাকা। অর্থাৎ এক পিস ইলিশে সাশ্রয় হবে ২৫১ টাকা। এছাড়া একসঙ্গে ৩০ পিস ডিম কিনলে প্রতি পিসের দাম পড়বে ১২ টাকা।

৩৫০ টাকা কেজি দরের রুই মাছ (এক থেকে দেড় কেজি ওজনের) বিশেষ ছাড়ে বিক্রি হবে ৩২০ টাকা কেজিতে। ৩-৪ পিসে এক কেজি হয় এমন তেলাপিয়া মাছ বিক্রি হবে ১৯৯ টাকা প্রতিকেজি। এসব তেলাপিয়ার রেগুলার মূল্য ২৪০ টাকা কেজি। সে হিসাবে এক কেজি তেলাপিয়া মাছে সাশ্রয় হবে ৪১ টাকা।

বাগদা চিংড়ি বিক্রি হবে ৭২৯ টাকা কেজি দরে। এছাড়া পাবদা মাছ বিক্রি হবে ৪২০ টাকা প্রতিকেজি। বাগদা চিংড়ির রেগুলার মূল্য ৮০০ টাকা কেজি এবং পাবদার রেগুলার মূল্য ৪৫০ টাকা কেজি। জীবিত সোনালিকা মুরগি প্রতিকেজি বিক্রি হবে ২৮৯ টাকায়, যার রেগুলার মূল্য ৩১০ টাকা।

ডেইলি শপিংয়ে প্রতিকেজি আলু পাওয়া যাবে ৫৬ টাকায়। বিশেষ ছাড়ে পাওয়া যাবে পটল, চিচিঙ্গা, শসা, কাঁচা পেঁপে ও মিষ্টি কুমড়া। প্রতিকেজি পটল পাওয়া যাবে ৪৮ টাকায়। চিচিঙ্গার কেজি ৪৪ টাকা। শসা ও কাঁচা পেঁপে ৪৮ টাকা কেজি দরে বিক্রি হবে। এছাড়া মিষ্টি কুমড়ার কেজি বিক্রি হবে ৩০ টাকা।

‘মধুময় ফলের মেলা’ স্লোগানে প্রতি কেজি দেশি ড্রাগন ফ্রুটস বিক্রি হবে ২১০ টাকা। ফজলি আম পাওয়া যাবে ১২০ টাকা কেজি দরে। একই দামে মিলবে বারি-৪ আম। আর আম্রপালির কেজি ১৩৫ টাকা।

এছাড়া ‘যত প্রয়োজন সব আয়োজন’ স্লোগানে বেস্ট বাই দেবে সয়াবিন তেলে বিশেষ ছাড়। রূপচাঁদা, ফ্রেশ, পুষ্টি সয়াবিন তেলের ৫ লিটারের বোতল পাওয়া যাবে ৫০ টাকা পর্যন্ত ছাড়ে। পুষ্টি ময়দা, আটার ২ কেজির প্যাকেট বিক্রি হবে ১২ টাকা ছাড়ে। ফ্রেশ আটা, ময়দার দুই কেজির প্যাকেট বিক্রি হবে ২০ টাকা ছাড়ে।

প্রাণ মিনিকেট, নাজিরশাইল ১০ কেজির প্যাকেট বিক্রি হবে ৬০ টাকা ছাড়ে। প্রাণ সরিষার তেলে ৩০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। মি. নুডলস-মাসালা (৮ প্যাকেট) বিক্রি হবে ১০ টাকা ছাড়ে। ৩০০-৪০০ গ্রামের প্রাণ রসুন ও আমের আচারে থাকছে ২০ টাকা ছাড়।

ফ্রুটো ৫০০ মিলিলিটারের ৩টি বোতল কিনলে বিনামূল্যে পাওয়া যাবে আরও একটি। প্রাণ মরিচ, হলুদ ও ধনিয়া গুড়ায় দেওয়া হবে ২০ টাকা ছাড়, ঝটপট ফ্রোজেন ফুডে থাকছে ২০ টাকা পর্যন্ত ছাড়। এক কেজি ও ৫০০ গ্রামের প্রাণ গুঁড়া দুধে থাকছে ১২০ টাকা পর্যন্ত ছাড়।

তিনটি প্রাণ চকোলেট মিল্ক ড্রিংক কিনলে বিনামূল্যে থাকছে আরও একটি। ইস্পাহানি মির্জাপুর চা, গ্রিন টি পাওয়া যাবে ৩০ টাকা পর্যন্ত ছাড়ে। ১৪ গ্রামের ৫টি কফি হাউজ (কফি প্যাকেট) কিনলে মিলবে একটি ফ্রি। ৭০ টাকা পর্যন্ত ছাড় থাকবে প্রাণ ঘি-তে। ৪০০ গ্রামের ট্রিট ইয়াম্মি বিক্রি হবে ৪০ টাকা ছাড়ে।

কিডস্টার বেবি ডায়াপারে মিলবে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়, ২০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হবে লিভানা শ্যাম্পু। রে ওয়াশিং পাউডার ৫০০ গ্রামের দুটি প্যাকেট কিনলে ৩০ টাকা ছাড় পাওয়া যাবে। এক কেজি গ্লিটার ফ্লোর ও সারফেস ক্লিনার বিক্রি হবে ৪০ টাকা ছাড়ে। ১০০ গ্রামের ৩টি লিভানা বিউটিবার কিনলে একটি ফ্রি পাওয়া যাবে। এছাড়া ১০০ মিলিলিটার হিমালয়া ফেসওয়াস বিক্রি হবে ৫০ শতাংশ ছাড়ে।

এমএএস/কেএসআর/এএসএম