ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ই-ক্যাব নির্বাচন স্থগিত, প্রার্থীদের নিয়ে বৈঠক শনিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৫ জুলাই ২০২৪

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪-২৬ সালের পঞ্চম দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৭ জুলাই রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে এ নির্বাচনে ভোটগ্রহণের কথা ছিল।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে শনিবার (২৭ জুলাই) প্রার্থীদের নিয়ে বৈঠক করবে ই-ক্যাব নির্বাচন কমিশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার (২৪ জুলাই) রাতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের অন্য দুই সদস্য হলেন এফবিসিসিআই’র পরিচালক সৈয়দ মো. বখতিয়ার ও বিএনএনআরসি’র সিইও এ এইচ এম বজলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে বজলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, কারফিউ জারি থাকায় নতুন তারিখ নির্ধারণের জন্য আগামী শনিবার ই-ক্যাব অফিসে ভোটগ্রহণ হবে না। ওইদিন আমরা প্রার্থীদের নিয়ে বৈঠক করবো। সেখানে নতুন তারিখ ঠিক হতে পারে।

ই-ক্যাব নির্বাচনে এবার ১১ পরিচালক পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ভোট দেবেন ১৩ হাজার ৬৪ জন ভোটার। ই-ক্যাবের বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ হাজার ৬৪টি।

এএএইচ/এমআরএম/এমএস