ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

খুলছে বিপণিবিতান, কারফিউয়ের বিরতিতে চলবে বেচাকেনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৬ পিএম, ২৩ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর অবশেষে খুলছে রাজধানীর বিপণিবিতানগুলো। বুধবার (২৪ জুলাই) থেকে বিপণিবিতানে বেচাকেনা চলবে। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, বুধবার ঢাকায় সব বিপণিবিতান খোলা থাকবে। তবে কারফিউয়ের বিরতিতে বেচাকেনা চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময়ে কারফিউ শিথিল থাকবে, সেই সময়ে বিপণিবিতান খোলা থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

এনএইচ/এএএইচ/এমআরএম