ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

আইএফআইসি ব্যাংকের ব্যাংকিং বন্ধ থাকবে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৫ জুলাই ২০২৪

সিস্টেম আপগ্রেডের জন্য বৃহস্পতিবার (১৮ জুলাই) আইএফআইসি ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কোর ব্যাংকিং সলিউশন (সিবিএস) আপগ্রেডের কাজ সম্পন্ন করতে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) আইএফআইসি ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রমে সাময়িক বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি দেওয়া হয়।

ইএআর/এমএইচআর/জেআইএম