ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শুক্রবার সুপারশপে মিলবে যেসব অফার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৭ জুন ২০২৪

ছুটির দিনে মানুষ সংসারের কেনাকেটা করে বেশি। ফলে ভিড় বাড়ে বাজার-সুপারশপে। বিষয়টি মাথায় রেখে প্রতি শুক্রবার ক্রেতাদের বিশেষ কিছু অফার দেয় সুপারশপগুলো।

এর মধ্যে আগোরা সুপারশপ দিচ্ছে সাপ্তাহিক অফার। এ অফার চলবে শুক্র ও শনিবার। এতে ক্রেতারা বেশকিছু পণ্যে বিশেষ ছাড় পাবেন।

এ অফারে ব্রয়লার মুরগি (চামড়াছাড়া) মিলবে প্রতি কেজি ২৯৯ টাকায়। এছাড়া রোস্টের মুরগি (২৫০ গ্রামের বেশি) প্রতি পিস ১৯৫ টাকা, চিকেন লেগ চামড়াছাড়া প্রতি কেজি ৪৪৯ টাকা ও চামড়াছাড়া বুকের মাংস প্রতি কেজি ৪৪৯ টাকায় বিক্রি হবে।

সবজিতেও রয়েছে অফার। এতে পটল প্রতি কেজি ৩৬ টাকা, কাঁচা পেঁপে ৪৫ টাকা দরে বিক্রি মিলবে। পাশাপাশি হাড়িভাঙ্গা আম প্রতি কেজি ৯৯ টাকা ও আম্রপালি প্রতি কেজি ১১৯ টাকা বিক্রির অফার দিয়েছে সুপারশপটি। তবে ঢাকা ছাড়া চট্টগ্রাম ও সিলেটে দাম ও অফার ভিন্ন হতে পারে। শুক্রবারের পরেও এ অফার চলবে শনিবার পর্যন্ত।

বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থায় স্বস্তিতে শুক্রবারের সাপ্তাহিক বাজারে সবজি, মাছ ও ফলে বড় অফার ঘোষণা করেছে ডেইলি শপিং।

শুক্রবার ৩৩ টাকা কেজি দরে পটল, ৪৯ টাকা দরে চিচিংগা, ২৯ টাকা দরে ঢ্যাঁড়স, ৪২ টাকা কেজি কাঁচা পেঁপে, ২২ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া ও ৫৯ টাকায় প্রতিকেজি আলু বিক্রি করবে ডেইলি শপিং।

এছাড়া ৭০০ গ্রামের প্রতি পিস ইলিশ মিলবে ৯৯৯ টাকায়। এক থেকে দেড় কেজি আকারের রুইমাছ প্রতি কেজি ২৯৯ টাকা, কোরাল ৮৪৯ টাকা, তেলাপিয়া ১৭৯ টাকা প্রতিকেজি। গুলশা মাছ ৬৯৯ টাকা প্রতিকেজি, বাগদা চিংড়ি ৭৫০ টাকা, পাবদা ৪১৯ টাকা ও হাওড়ের নানান পদের মিক্স মাছ ৩৯৯ টাকা কেজি দরে বিক্রি হবে।

ফলের মধ্যে হিমসাগর আম বিক্রি হবে প্রতিকেজি ১৪০ টাকায়। এছাড়া আম্রপালি ১২০ টাকা, ল্যাংড়া ১০৯ টাকা কেজি দরে বিক্রি হবে। মাল্টা ২৩৯ টাকা ও পেয়ারা ৬৫ টাকা প্রতিকেজি।

দেশি পেঁয়াজ ৯২ টাকা কেজি দরে এবং ১২ টাকা ৬৬ পয়সা দরে ফার্মের ডিম বিক্রি করবে ডেইলি শপিং।

এছাড়া সুপারশপ স্বপ্নে চাল, সয়াবিন তেল, আটা, ময়দা, ফ্রোজেন, রুটি, নুডলস,মশলা, মিল্ক পাউডার, সফট ড্রিংকস, শ্যাম্পু ও সাবানে রয়েছে মূল্যছাড়সহ অফার।

এনএইচ/কেএসআর/জেআইএম