ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ-আবুধাবি ফান্ডের মধ্যে হবে যৌথ অর্থনৈতিক কমিশন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৬ জুন ২০২৪

বাংলাদেশ ও আবুধাবি ফান্ডের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষ এ বিষয়ে আলোচনা করেছে। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বুধবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে ওপেক ফান্ড ডেভেলপমেন্ট ফোরাম ২০২৪-এ যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধিদল অস্ট্রিয়ার ভিয়েনা সফর করছেন।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন।

অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল গতকাল (২৫ জুন) আবুধাবি ফান্ডের মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুওয়াইদির সঙ্গে বৈঠক করেন।

১৯৭৪ সাল থেকে অব্যাহত সমর্থন ও সহায়তার জন্য আবুধাবি ফান্ডকে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের উল্লেখ করে আবুধাবি ফান্ডকে বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে সহায়তা বাড়ানোর অনুরোধ জানান।

অর্থ মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষ শিগগির একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছে।

আবুধারি ফান্ডের মহাপরিচালক বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপথের প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশের জন্য আবুধাবি ফান্ডের সহায়তা আরও বাড়ানো হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এমএএস/বিএ/জিকেএস