ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এমএফএসের অপব্যবহার রোধে গাজীপুরে পুলিশ ও বিকাশের উদ্যোগে কর্মশালা

বিজ্ঞাপন বার্তা | প্রকাশিত: ০৯:০২ এএম, ০৩ জুন ২০২৪

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং বিকাশ।

পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন মেট্রোপলিটন পুলিশের ৪৫ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুব আলম, বিপিএম, পিপিএম (বার)। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা মো. নজিবুর রহমান, এনডিসি, পিএইচডি এবং বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) সহ বিকাশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এমআরএম/এমএস