ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ে আরও গবেষণা চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৮ মে ২০২৪

বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন ত্বরান্বিত করতে খাতভিত্তিক গবেষণা জোরদারে গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা। জাতীয় বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ দেশে কর্মমুখী উন্নত শিক্ষাব্যবস্থা চান তারা। পাশাপাশি ব্যবসা সহজীকরণে আহ্বান জানান ব্যবসায়ীরা।

বুধবার (৮ মে) বিকেলে এসডিজি অর্জন বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনসহ দেশের অর্থনীতি এগিয়ে গেলে ব্যবসায়ীরা ভালো থাকবেন। তারা এগিয়ে যাবেন। তৈরি পোশাক খাতের আরও উন্নয়নসহ গবেষণা খাতে জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ব্যবসা পরিচালনার জন্য সঠিক তথ্য-উপাত্ত ও ব্যবসাবান্ধব নীতি জরুরি। তাহলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। অর্থনীতি এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে।

কমিটির ডিরেক্টর ইনচার্জ আবুল কাসেম খান বলেন, এসডিজি অর্জনে বিনিয়োগ করাটা বেসরকারি খাতের জন্য বড় চ্যালেঞ্জ। তবে তরুণ প্রজন্ম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোসহ গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি।

সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকগুলো আমরা অর্জন করেছি। অনেকগুলোতে আবার আমরা বেশ পিছিয়ে। এ বিষয়ে নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভা বা গোলটেবিল বৈঠক করা দরকার।

সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মো. বকতিয়ার, মহাসচিব মো. আলমগীর, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা।

ইএআর/কেএসআর/জিকেএস