ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ দেবে এনআরবি ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৮ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেড ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডারা লভ্যাংশ হিসেবে নগদ এক টাকা করে পাবেন।

অপরদিকে উদ্যোক্তা পরিচালকদের জন্য ছয় শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ হিসাবে উদ্যোক্তা পরিচালকরা প্রতিটি শেয়ারের বিপরীতে পাবেন ৬০ পয়সা।

রোববার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এই লভ্যাংশের বিষয়ে শেয়ারহোল্ডাদের অনুমোদন নেওয়ার জন্য আগামী ২৭ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন।

সমাপ্ত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৩৫ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ৯৪ পয়সা। আর ২০২৩ সাল শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৭৮ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার (২৯ এপ্রিল) কোম্পানিটির শেয়ারদাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারদাম যতখুশি বাড়তে পারবে।

এমএএস/ইএ/জিকেএস