ফেনীতে সাড়া ফেলেছে সারা’র নতুন আউটলেট
ফেনীতে সম্প্রতি চালু হয়েছে সারা লাইফস্টাইল-এর নতুন একটি আউটলেট। আউটলেটটি শুরুর পর থেকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে ফেনীর ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে আছে শহরের শহীদ শহীদউল্লাহ কায়সার রোডে অবস্থিত সারা’র এ আউটলেট।
সারা’র এ আউটলেটের মাধ্যমে ফেনীর ফ্যাশন সচেতন মানুষরা নিজেদের শহরেই তাদের পোশাকের সব চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছেন। এছাড়া সারা’র আউটলেটে দেশীয় ফ্যাশনের পাশাপাশি ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাকও রয়েছে। যার ফলে এক ছাদের নিচেই নিজেদের পছন্দ অনুযায়ী সব পোশাক ও সামগ্রী পাচ্ছেন ক্রেতারা।
ফেনীতে সারা লাইফস্টাইলের এ আউটলেটে থাকছে সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারা-তে পাবেন শিশুদের জন্যও বিশেষ কালেকশন। প্রায় সহস্রাধিক কালার এবং ডিজাইনের ভিন্নতা থাকছে পোশাকের আয়োজনে।
ফেনী শহরের শহীদ শহীদউল্লাহ কায়সার রোডে অবস্থিত সারা’র নতুন আউটলেটটিতে পুরুষদের জন্য রয়েছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট এবং ফরমাল শার্ট-প্যান্ট। নারীদের জন্য থাকছে নিট ফ্যাশন টপস, লন থ্রি পিস, এথনিক থ্রি পিস, ট্যাংক টপস, এথনিক শর্ট, ফ্যাশন টপস, নিট লেগিংস, এথনিক টু পিস, বটম, ডেনিম, কুর্তি, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস ইত্যাদি।
মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, গার্লস থ্রি পিস, গার্লস সেট, লেগিংস, টপস, নিমা সেট, বটম ইত্যাদি। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, কাবলি সেট, নিমা সেট এবং টি-শার্টসহ আরও বিভিন্ন ধরনের পোশাক। মাত্র ৩০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকার মধ্যে ‘সারা’র এসব পোশাক কিনতে পারছেন ক্রেতারা।
ঈদ ও বাংলা নববর্ষকে ঘিরে সব বয়সীদের জন্য বাহারি কারুকাজ, হাতের নকশা, ব্লক, নানা রঙের কাপড়সহ বিভিন্ন রঙিন নতুন পোশাকে সেজেছে ‘সারা’র ফেনীসহ অন্যান্য সকল আউটলেট।
সারা’র এবারের ঈদ আয়োজনের পোশাকের ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, অল ওভার প্রিন্ট থাকছে । পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। এছাড়াও এবস্ট্র্যাক্ট, ফ্লোরাল, ট্রেডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিফ রয়েছে এসব পোশাকের ডিজাইনে। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। তাছাড়া নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে ‘সারা’র ঈদ পোশাক। এসব পোশাকে ফেব্রিক হিসাবে ব্যাবহার করা হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি।
ফেনীর এ আউটলেটসহ ঢাকা এবং ঢাকার বাইরে মোট ১৪টি আউটলেট রয়েছে ‘সারা’র। ঢাকায় ‘সারা’র আউটলেট রয়েছে মিরপুর, বসুন্ধরা সিটি, উত্তরা, মোহাম্মদপুর, বারিধারা, বনশ্রী, ওয়ারি ও বাসাবোতে। ঢাকার বাইরে ‘সারা’ এর আউটলেট রয়েছে রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী ও সর্বশেষ বরিশালে।
আইএইচআর/এমএইচআর/এএসএম