ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবার ১০০ টাকায় মিলবে পাঁচ কেজির তরমুজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৭ মার্চ ২০২৪

রাজধানীর পাঁচ স্থানে কৃষকের দামে তরমুজ বিক্রি করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে এ কার্যক্রম। কৃষক সরাসরি এ তরমুজ বিক্রি করবেন।

এই পাঁচ স্থান হলো- খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এবং পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: 

এসব স্থান থেকে পাঁচ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, সাত কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা, ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসেবে বিক্রি হবে।

২৭ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। পরে বাজার পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত।

‘কৃষকের পণ্য, কৃষকের দামে’ স্লোগানে বাংলাদেশ এগ্রি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বাফা) নিয়েছে এ উদ্যোগ।

এনএইচ/জেডএইচ/এমএস