বেশি দামে ফল বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় বেশি দামে ফল বিক্রি করায় দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল বাজারের ফল মার্কেট এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফল কেনার মেমোর সঙ্গে বিক্রয় মূল্যের বেশি পার্থক্য থাকায়, অতিরিক্ত লাভে ফল বিক্রি করার অপরাধে কৃষি বিপনন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভাই ভাই ফল ঘরের প্রোপাইটার মমিনুর রহমানকে ১০ হাজার টাকা এবং ফল ব্যবসায়ী আনিসুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে শিবু দাস বলেন, রমজানজুড়ে জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/এনআইবি/এমএস