ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলা

শেষদিনে হাজারে মিলছে কোট-ব্লেজার

উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসরের। এবারের মেলার বিভিন্ন স্টল-প্যাভিলিয়নে মাসব্যাপী বিভিন্ন পণ্যে অফার ছিল। তবে মেলার শেষদিনে পুরুষদের বিভিন্ন পণ্যে চলছে ছাড়ের ছড়াছড়ি। বিশেষ করে কোট-ব্লেজার বিক্রি হচ্ছে মাত্র ১ হাজার টাকায়। এছাড়া বিভিন্ন প্যাকেজে কিনলে আরও ছাড় রয়েছে। পাশাপাশি জুতা ও লুঙ্গির স্টলগুলোতেও বিশেষ ছাড় চলছে। তবে, শেষদিনে এখনো আশানুরূপ ক্রেতা-দর্শনার্থীদের সমাগম ঘটেনি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এমনই চিত্র দেখা যায়।

শেষদিনে হাজারে মিলছে কোট-ব্লেজার

মেলায় স্যাভিল রো প্যাভিলিয়নের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, এবার দেরি করে বাণিজ্যমেলা শুরু হওয়ায় বর্তমানে শীত নেই বললেই চলে। তাই কোট-ব্লেজার কেনায় আগ্রহ কম ক্রেতাদের। তবুও আশা করছি, আজ রাতে হয়তো ক্রেতাদের ভালো সাড়া পাবো।

মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ব্যবসায়ীরা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানোর সুযোগ নেই। আজ রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এর আগে আজ বিকেল ৪টায় মেলা প্রাঙ্গণের দ্বিতীয়তলায় এক সমাপনী অনুষ্ঠান হবে। এ সমাপনী অনুষ্ঠানে মেলার বিস্তারিত তথ্য দেওয়া হবে। এবারের মেলা ক্রেতা-দর্শনার্থীদের ভালো চাপ ছিল বলে জানান তিনি।

শেষদিনে হাজারে মিলছে কোট-ব্লেজার

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, হংকং, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ অংশ দিয়েছে। মেলায় এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন করা হয়েছে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এমএস