ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রেস্তোরাঁর অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে কর আদায়ের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪

হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে বিয়ে জন্মদিনসহ যে কোনো অনুষ্ঠান আয়োজন করলে অথিতিপ্রতি ৫০ টাকা হারে করের প্রস্তাবনা দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। তবে বর্তমানে এসব ক্ষেত্রে অগ্রিম আয়করের বিধান নেই।

পাশাপাশি অভিজাত ক্লাবের পরিচালনা পর্ষদের কোনো পদে নির্বাচনে অংশগ্রহণকালে অগ্রিম আয়কর পরিশোধের বিধান করার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

আইসিএমএবি বলছে, অতিথিদের কাছ থেকে আয়কর প্রযোজ্য হতে ওই অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হতে হবে। ১০০ জনের কম অতিথির ক্ষেত্রে আয়করের প্রস্তবনা দেওয়া হয়নি।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া বাজেট প্রস্তাবে এসব কথা বলেছে সংস্থাটি।

আইসিএমএবি বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার পূর্বে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে।

দেশের কর-জিডিপি বৃদ্ধিতে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিএমএবি।

প্রতিষ্ঠানটি জানায়, কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত ক্লাবের পরিচালনা পর্ষদের কোনো পদে নির্বাচনে অংশগ্রহণের উদ্দ্যশ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করার ২৫ হাজার টাকা অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে।

এর ফলে আয়কর নথি নেই এমন করদাতাদের আয়করের আওতায় আনা সম্ভব হবে। কর আদায় বৃদ্ধি পাবে। যাদের আয়কর নথি আছে, তারা পরিশোধিত অগ্রিম আয়করের ক্রেডিট নিতে পারবেন বিধায় বাড়তি করের চাপ পড়বে না।

এসএম/এমআইএইচএস/এমএস