ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘স্বপ্ন’-তে নানা পণ্যে অবিশ্বাস্য ছাড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সুপারশপটি।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ২ ও ৩ ফেব্রুয়ারি চাল, ডাল, মাছ, তেল, শীতকালীন বেশ কিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকরা কিনতে পারবেন।

বিশেষ করে, স্যাভলন টুইংকেল বেবি প্যান্ট ডায়াপার (মিডিয়াম এবং বড় সাইজ-২৪ পিস) স্বপ্নতে পাওয়া যাবে ৫৮৮ টাকায়, খোলা বাজারে যার দাম ৭০০ টাকা। এখানে গ্রাহকরা ১১২ টাকা সাশ্রয় করতে পারবেন।

এছাড়া জনসন পিঙ্ক বেবি লোশন (৫০০ মিলি) স্বপ্নতে ৭১৫.০৫ টাকায় পাওয়া যাবে, খোলা বাজারে যার দাম ৯৫০ টাকা (২৩৪.৯৫ টাকা সাশ্রয়), ইস্পাহানী মির্জাপুর বেস্ট লিফ ৪০০ গ্রাম স্বপ্নতে পাওয়া যাবে ১৭৮ টাকায়, খোলা বাজারে যার দাম ২০০ টাকা (২১.৫০ টাকা সাশ্রয়), সানসিল্ক স্টানিং ব্ল্যাক শাইন শ্যাম্পু (৩৪০+- ১০ মিলি) স্বপ্নতে পাওয়া যাবে ৩১৩.৯৫ টাকায়,খোলা বাজারে যার দাম ৩৮০ টাকা (সাশ্রয় হবে ৬৬.০৫ টাকা), নেসক্যাফে গোল্ড কফি জার (৯৫+-৫ গ্রাম) স্বপ্নতে ৮১৩.৭৫ টাকায় পাওয়া যাবে, খোলা বাজারে যার দাম ৮৬০ টাকা (সাশ্রয় ৪৬.২৫ টাকা), ট্যাং ড্রিংক পাউডার জার ম্যাংগো এবং অরেঞ্জ ফ্লেভার ৪০০ টাকায় স্বপ্নতে গ্রাহকরা কিনতে পারবেন, খোলা বাজারে যার মূল্য ৬৫০ টাকা (সাশ্রয় ২৫০ টাকা)।

এছাড়া গলদা চিংড়ি মাছ (৩০-৪০ পিসে কেজি) মাত্র ৬৩৬ টাকায় পাওয়া যাবে। একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।

আইএইচআর/এসএনআর/জিকেএস