সারাদেশে চালের অবৈধ মজুত প্রতিরোধে অভিযান-জরিমানা
চালের অবৈধ মজুত প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে সোমবার (২৯ জানুয়ারি) সারাদেশে কয়েক ডজন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, এদিন মাগুরা জেলায় ৩৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুডগ্রেইন লাইসেন্স না থাকায় নয় হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট জেলায় ৪৩টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন>> সারাদেশে শতাধিক প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা
দিনাজপুরে ৬২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ফুডগ্রেইন লাইসেন্স না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নেত্রকোণায় ২২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যতালিকা ও ফুডগ্রেইন লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএইচ/ইএ/এএসএম