অথবা ডটকমের নতুন চমক কসমেটিকস-জুয়েলারি পণ্য

কসমেটিকস ও জুয়েলারি পণ্যের পসরা নিয়ে নতুন বছরে গ্রাহকদের জন্য চমক নিয়ে এসেছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান অথবা ডটকম। দীর্ঘ আট বছরে নতুন নতুন ক্যাটাগরির পণ্য ও অফারের মাধ্যমে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
শুরু থেকে অথবা ডটকমে ইলেকট্রনিকস, ফার্নিচার, হাউজহোল্ড আইটেম, ফ্যাশন আইটেম, স্মার্টফোন ও গ্যাজেট, ফুড ও গ্রোসারি আইটেম, বই এবং স্টেশনারি আইটেমের উপস্থিতি থাকলেও যুগের সঙ্গে তাল মিলিয়ে বেশকিছু ক্যাটাগরির উপস্থিতি ছিল না বললেই চলে। এর মধ্যে ছিল কসমেটিকস ও জুয়েলারি আইটেম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বছরখানেক আগেও স্বল্পপরিসরে অথবার ওয়েবসাইট ও অ্যাপে এই দুটি ক্যাটাগরির পণ্য ছিল, যা ই-কমার্স ইন্ডাস্ট্রির তুলনায় একেবারেই নগণ্য। যে কারণে গ্রাহকরা পছন্দসই কসমেটিকস ও জুয়েলারি পণ্য অনলাইনে অর্ডার করতে পারতেন না।
চলতি বছরের একদম শুরু থেকেই অথবা ডটকমের ওয়েবসাইট ও অ্যাপে কসমেটিকস ও জুয়েলারির আলাদা দুটি ক্যাটাগরি শোভা পাচ্ছে। শুধু তাই নয় ব্যবহার ভেদে এতে মিলছে ভিন্ন ভিন্ন কসমেটিকস ও জুয়েলারি আইটেম।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>> অথবা ডট কমে মিলবে ইনফিনিটি, রিচম্যান ও লুবনান ব্র্যান্ডের পণ্য
এই দুটি ক্যাটাগরির ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত কসমেটিকস ও জুয়েলারি আইটেমের ১০ হাজার করে মোট ২০ হাজার এসকেইউ (স্টক কিপিং ইউনিট) অথবার সাইটে ও অ্যাপে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
গ্রাহকের বাজেটের কথা মাথায় রেখে স্বল্পমূল্য থেকে শুরু উচ্চমূল্য, ব্র্যান্ড থেকে নন ব্র্যান্ড কসমেটিকস ও জুয়েলারি আইটেম অনবোর্ড করা হয়েছে। গ্রাহকরা এখন এসব পণ্য ঘরে বসেই অর্ডার করতে পারবেন।
আসছে ভালোবাসা দিবস সামনে রেখে অথবা ডটকম সম্প্রতি শুরু করেছে ‘জয় অব ভ্যালেন্টাইন’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে অন্যান্য পণ্যের পাশাপাশি কসমেটিকস ও জুয়েলারিতেও থাকছে সর্বোচ্চ ৮১ শতাংশ পর্যন্ত ছাড়সহ ক্যাশব্যাক অফার, ফ্রি ডেলিভারি অফার ও বোগো অফার।
অথবা ডটকমের সাইট ও অ্যাপ থেকে যে কোনো সময় পছন্দের কসমেটিকস ও জুয়েলারি পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকরা।
বিজ্ঞাপন
ইএ/জিকেএস
বিজ্ঞাপন