ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় দেখা মিলবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৩২ নম্বরের বাড়ি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর শুরু হচ্ছে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন সাজানো হয়েছে স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির আদলে।

শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ-২০২৪) প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মেলার মূল কেন্দ্রে প্রবেশের শুরুতেই রয়েছে এই প্যাভিলিয়ন। যেটি দেখতে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির মতোই। দোতলা বাড়িটিতে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি, রচিত গ্রন্থ ও কর্মকাণ্ড দিয়ে।

mela-2.jpg

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্পসমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতার অবদান ও ভাবনা, দেশের উন্নয়ন ইত্যাদিকে প্রক্ষেপণ করে এবারের বঙ্গবন্ধু প্যাভিলিয়ন অধিকতর নান্দনিক, ভাবগাম্ভীর্য ও অর্থপূর্ণভাবে নির্মাণ করা হয়েছে। প্যাভিলিয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদান, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শের বিভিন্ন দিক ছাড়াও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার প্রকৃত ইতিহাস সবার কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারও প্রয়াস নেওয়া হয়েছে।’

ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান জাগো নিউজকে বলেন, ‘প্যাভিলিয়নের ভেতরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও জাতির পিতা সম্পর্কিত পুস্তকাদি এবং তার জীবন ও কর্মভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।’

আইএইচআর/কেএসআর/এমএস