ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

৯ মাসে রফতানি ২৩ বিলিয়ন ডলার

প্রকাশিত: ১০:২৩ এএম, ০৫ এপ্রিল ২০১৬

চলতি অর্থ বছরের ৯ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ। জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত মোট ২৪ দশমিক ৯৫ বিলিয়ন (দুই হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ ডলারের ) মার্কিন ডলারের পণ্য রফতানি আয় হয়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের মার্চে দেশের পণ্য রফতানিতে আয় হয়েছে ২ দশমিক ৮৩ বিলিয়ন ডলার বা ২২ হাজার ৬৫১ কোটি ৩৬ লাখ টাকা। গত (২০১৫-১৬) অর্থবছরের এ মাসে এর পরিমাণ ছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৭৪৩ কোটি ৭৬ লাখ টাকা।
এ হিসাবে আগের অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের মার্চে রফতানি আয় বেড়েছে ৯ দশমিক ২০ শতাংশ বা  দশমিক ২৩ বিলিয়ন ডলার।

এছাড়া চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চে) পণ্য রফতানি থেকে আয় হয়েছে ২৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৫১ বিলিয়ন ডলার বা ২ দশমিক ১২ শতাংশ বেশি। চলতি অর্থবছরের নয় মাসে লক্ষ্যমাত্রা ছিলো ২৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। একই সঙ্গে গত অর্থবছরের একই সময়ে পণ্য রফতানি থেকে আয় হয় ২২ দশমিক ৯০ বিলিয়ন ডলার।। অর্থাৎ গত অর্থবছরের প্রথম নয় মাসের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে পণ্য রফতানিতে আয় ৮ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।

উল্লেখ, চলতি অর্থবছর ৩৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারের (তিন হাজার ৩৫০ কোটি ডলারের) পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইপিবি। লক্ষ্যমাত্রাটি অর্জন করতে হলে চলতি এপ্রিল এবং আগামী মে ও জুন এই তিন মাসে মাসে ৮৫৪ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য রফতানি আয় করতে হবে। গত অর্থবছর দেশের পণ্য রফতানি আয় ছিল তিন হাজার ১২০ কোটি ডলার।

এসএ/এসআই/এআরএস/এমএস/এসকেডি