ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বেস্ট বাই ‘আঁকো বিজয়ের আনন্দ’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আঁকো বিজয়ের আনন্দ’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ আরএফএল ‘বেস্ট বাই’।

শনিবার (৩১ ডিসেম্বর) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব গ্রাউন্ট পার্কে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী বীরেন সোম।

এবারের প্রতিযোগিতার সেরা বিজয়ীকে দেওয়া হয়েছে বেস্ট বাই-এর পক্ষ থেকে ২০ হাজার টাকার গিফট ভাউচার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা পেয়েছেন যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকার গিফট ভাউচার। এছাড়া বিজয়ীদের আর্ট স্কুলে ছয় মাসের স্কলারশিপ, এক বছরের স্টেশনারি সামগ্রী, ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রতিযোগিতায় সহযোগী ছিল গুডলাক স্টেশনারি ও রেইনবো পেইন্টস।

jagonews24

বেস্ট বাই ‘আঁকো বিজয়ের আনন্দ’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৯ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে সারাদেশ থেকে প্রায় ১২০০ শিশু তাদের আঁকা ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে সেরা ১০ জনকে শনিবার চূড়ান্ত পর্বের জন্য ডাকা হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় এসব শিশুদের পুনরায় আঁকা ছবি দেখে সেরা তিন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে চিত্রশিল্পী বীরেন সোম সুন্দর এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোট ছোট শিশুদের প্রতিভা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এতো সুন্দর পরিবেশে শিশুদের প্রতিভা বিকাশে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় আরএফএল ‘বেস্ট বাই’ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে ৯ অভিভাবকদেরও সাধুবাদ জানান শিশুদের পাশে থাকার জন্য।

jagonews24

বেস্ট বাই-এর প্রধান বিপণন কর্মকর্তা শফিক শাহিন বলেন, বেস্ট বাই-এর নিয়মিত গ্রাহকদের সম্পৃক্ত করে শিশুদের প্রতিভা বিকাশের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা। এর মাধ্যমে আমরা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করতে চাই যেন তারা তাদের মধ্যে দিয়ে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলতে পারে।

বেস্ট বাই-এর ইনচার্জ মাহিদুল ইসলাম বলেন, সারাদেশ থেকে আমরা বেস্ট বাই শোরুমের মাধ্যমে হাজারও চিত্রকর্ম সংগ্রহ করি। এ উদ্যোগে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আমারা এমন উদ্যোগ নিয়ে ক্রেতাদের পাশে থাকতে চাই।

বর্তমানে সারাদেশে বেস্ট বাই-এর ৩২০টিরও বেশি শোরুম চালু রয়েছে। শোরুমে গৃহস্থালি প্লাস্টিক, ইলেকট্রনিকস, গ্লাসওয়্যার, কিচেনওয়্যার, গ্রোসারিসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

জেএইচ/জিকেএস