ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ডিবিএইচ ফাইন্যান্সের ৩৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ৩৫০ কোটি টাকার ‘ডিবিএইচ অ্যাফোর্ডেবল হাউজিং বন্ড’ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, ডিবিএইচ অ্যাফোর্ডেবল হাউজিং বন্ড নামে ডিবিএইচ ফাইন্যান্সের ৩৫০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে। বন্ডটির বিনিয়োগকারী হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। পাঁচ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি নন-কনভার্টিবল রিডিমেবল ফিক্সড কুপন রিয়ারিং সিনিয়র বন্ড।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের মাঝে গৃহ নির্মাণ ঋণ দেবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করবে। এটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

এমএএস/এমকেআর/জেআইএম