ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এক কোটি কার্ডের সুবিধা পাবে পাঁচ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী দেশের সার্বিক দিক বিবেচনা করে প্রায় এক কোটি মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘কোটি মানুষ মানে এর মাধ্যমে পাঁচ কোটি মানুষ এই সুবিধা পাবেন। কার্ডধারীরা ছাড়াও অন্যরা এই মালামাল নিতে পারবেন।’

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো মোড় এলাকায় দেশব্যাপী এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও ডসেম্বর মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সার্বিক কার্যক্রম পরিচালনা করছি, যাতে দেশের মানুষ উপকৃত হন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই কার্যক্রম শুরু করেছিলেন। সেই ধারায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা সবার সহযোগিতা চাই, যেন দ্রুত সাধারণ মানুষকে কার্ড পৌঁছে দিতে পারি এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া বেশ কঠিন কাজ। তবুও এই কাজ সম্পন্ন করা হচ্ছে।’

আরও পড়ুন>> এক মাসের মধ্যে আলুর দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

অনেক সময় দেখা যায় মানুষকে দেওয়ার আগেই পণ্য শেষ হয়ে যায়। এবার কী সেই সমস্যার সমাধান হবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সবকিছুরই তো সীমাবদ্ধতা আছে। আমরা যেহেতু এখন কার্ডের মাধ্যমে দেই, তাই যাদের কার্ড আছে তারা পাবেই। ৩০টি ট্রাকে ঢাকা শহরের প্রায় নয় হাজার মানুষকে আমরা দেই (পণ্য), এটা স্বল্প হলেও একটি সুন্দর প্রক্রিয়া। নয় হাজার জনকে দিলে কেউ হয়তো পাবেন না। একটি ট্রাকে ৩০০ জনকে দেওয়া যায়। এরপর যিনি আসবেন তিনি হয়তো পাবেন না। আমরা চেষ্টা করছি এটি বাড়ানোর। এখন ট্রাকের মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে তা কার্ডের বাইরেই আমরা দিচ্ছি। অন্যদিকে আমরা কার্ডের মাধ্যমে প্রায় এক কোটি মানুষকে মালামাল দিচ্ছি। শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও তিনটি বড় শহরে আমরা টিসিবির পণ্য দিচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইআইএফসি’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর।

এএএম/ইএ/জেআইএম