ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রত্যাখ্যান, শুক্রবার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এ নিয়ে আগামী শুক্রবার (১০ নভেম্বর) বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৭ নভেম্বর) মজুরি বোর্ডের সভা শেষে মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন>>> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ সাংবাদিকদের জানান, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের ব্যানারে মজুরি প্রত্যাখ্যান ও পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। এ নিয়ে আগামী শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ইএআর/এমআইএইচএস/এমএস