ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

এবার বিশ্বজিতকে মামলা তুলে নেওয়ার হুমকি আইডিআরএ’র!

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

হোমল্যান্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. বিশ্বজিৎ কুমার মণ্ডল কাণ্ডে বিতর্ক পিছু ছাড়ছে না বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর। বিতর্কিতভাবে বিশ্বজিৎ-কে অপসারণের পর এবার তাকে আইডিআরএ’র আদেশের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ পাওয়া গেছে— আইডিআরএ’র অপসারণের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট মামলা প্রত্যাহার না করলে বিশ্বজিৎ-কে চূড়ান্ত দেনা-পাওনা পরিশোধ না করার জন্য হোমল্যান্ড লাইফ-কে চাপ দিচ্ছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। অন্যথায় কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

বুধবার (১৮ অক্টোবর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়াকে ডেকে নিয়ে যান। সেখানেই তাকে এ হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন>> তহবিল সংকট, বিপাকে হোমল্যান্ড লাইফের বিমা গ্রাহকরা

এর আগে সোমবার (১৬ অক্টোবর) অগ্রিম বেতন-ভাতা দিয়ে বিশ্বজিৎ মন্ডলকে মুখ্য নির্বাহীর পদ থেকে অব্যাহতি দেয় হোমল্যান্ড লাইফের পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদের ওই সভায় আইডিআরএ’র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন কাউসার চৌধুরী। আইডিআরএ থেকে বিশ্বজিৎ-কে অপসারণের আদেশেও তিনি সই করেন।

বিশেষ নিরীক্ষককে তথ্য না দেওয়ার অভিযোগে গত ২১ সেপ্টেম্বর বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে আইডিআরএ। পরে অপসারণের আদেশকে চ্যালেঞ্জ করে আদালতে রিট মামলা দায়ের করেন বিশ্বজিৎ কুমার মন্ডল। এর পরিপ্রেক্ষিতে আদালত আইডিআরএ’র আদেশ তিন মাস স্থগিত করে রুল জারি করে। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

যোগাযোগ করা হলে বিশ্বজিৎ কুমার মন্ডল জাগো নিউজকে বলেন, হোমল্যান্ড লাইফের সিইও পদ থেকে আমাকে অপসারণ করে আইডিআরএ যে নির্দেশনা দেয়, আমি তার বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করি। আদালত আইডিআরএ’র নির্দেশনা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। এরপর আমি আইনানুযায়ী হোমল্যান্ডের সিইও পদে কাজ শুরু করি।

আরও পড়ুন>> হোমল্যান্ড লাইফে ব্যাপক অনিয়মের অভিযোগ খোদ পরিচালকদের

তিনি বলেন, সিইও পদের দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে চুক্তির শর্তানুযায়ী তিন মাসের নোটিশ পে দিয়ে আমাকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেইসঙ্গে দেনা-পাওনা বুঝে নেওয়ার জন্য প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়। প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয় আইডিআরএ থেকে বলা হয়েছে- আইডিআরএ’র অপসারণের আদেশের বিরুদ্ধে করা রিট মামলা তুলে না নিলে, পাওনা পরিশোধ করা হবে না।

তিনি আরও বলেন, আমি মনে করি কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আইডিআরএ’র হস্তক্ষেপ রয়েছে। কারণ যে বোর্ড সভার সিদ্ধান্তে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, ওই বোর্ড সভায় আইডিআরএ’র প্রতিনিধি নাজনীন কাউসার চৌধুরী উপস্থিতি ছিলেন। তার স্বাক্ষরে আইডিআরএ থেকে আমাকে অপসারণ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

রিট মামলা তুলে নেওয়া না হলে তার পাওয়া পরিশোধ না করতে আইডিআরএ থেকে দেওয়া চাপের বিষয়ে জানতে চাইলে হোমল্যান্ড লাইফের কোম্পানি সচিব মোহাম্মদ আলী মিয়া জাগো নিউজকে বলেন, আমি এ বিষয়ে কিছু বলতো পারবো না বা বলবোও না।

আরও পড়ুন>> সুষ্ঠু তদন্তের জ্ঞান নেই তদন্ত কমিটির!

আইডিআরএ’র নির্বাহী পরিচালক নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের মুখপাত্র আছে। আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। এরপর জাগো নিউজের পক্ষ থেকে বলা হয়, অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমি মুখপাত্র না। আমাদের মুখপাত্র জাহাঙ্গীর সবকিছু জানেন। আপনি ওনার সঙ্গে কথা বলেন।

এরপর আইডিআরএ’র মুখপাত্র মো. জাহাঙ্গীর আলম’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্বজিৎ কুমার মন্ডলের রিট মামলা (হোমল্যান্ডের সিইও পদ থেকে আইডিআরএ অপসারণ সংক্রান্ত আদেশের বিরুদ্ধে করা রিট মামলা) তুলে নিতে চাপ দেওয়া সংক্রান্ত অভিযোগ সঠিক না।

বিশ্বজিৎ কুমার মন্ডল হোমল্যান্ড লাইফের সিইও হিসেবে যোগদান করেন ২০২২ সালের মে মাসে। এরপর গত বছরের ১৪ সেপ্টেম্বর আইডিআরএ থেকে হোমল্যান্ড লাইফের ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অনিষ্পন্ন বিমা দাবি, ব্যবস্থাপনা ব্যয়, কমিশন প্রদান, বিমা সংক্রান্ত সব লেনদেন, কোম্পানির আর্থিক সক্ষমতা যাচাই করতে বিশেষ নিরীক্ষার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান হুসেই ফরহাদ অ্যান্ড কোং-কে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন>> গ্রাহকের ১০৪ কোটি টাকা লোপাটে তদন্ত-ব্যবস্থার নির্দেশনা চেয়ে রিট

এ বিশেষ নিরীক্ষক-কে তথ্য না দেওয়ার অভিযোগ তুলে হোমল্যান্ড লাইফের সিইও পদ থেকে বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করে আইডিআরএ। তবে বিশ্বজিৎ কুমার মন্ডলের দাবি নিরীক্ষকের চাহিদা অনুযায়ী সব ধরনের তথ্য দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৮ আগস্ট ‘ক্ষমতার অপব্যবহার/গ্রাহকের দাবি পরিশোধে উদ্যোগ নেওয়া সিইওকে অপসারণ করতে চায় আইডিআরএ’ শিরোনামে জাগো নিউজে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এমএএস/এমএএইচ/জিকেএস