ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বড় লোকসানে রানার, দেবে না লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

সদ্য সমাপ্ত হিসাব বছরে বড় লোকসান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইল। লোকসানে পতিত হওয়ায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৭ টাকা ৭৫ পয়সা। আগের হিসাব বছরে শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা মুনাফা হয়।

গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ কথা বলে ২০১৮ সালে শেয়ারবাজার থকে আইপিওর মাধ্যমে ১০০ কোট টাকা উত্তোলন করা রানার অটোমোবাইল এবারই প্রথম বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিটি হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

আইপিওতে ৬৮ টাকা করে শেয়ার বিক্রি করা কোম্পানিটির শেয়ারের বর্তমান বাজার মূল্য ৪৮ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আইপিও যে দামে কোম্পানিটি শেয়ার বিক্রি করে সেই দামও ধরে রাখতে পারেনি।

১১৩ কোটি ৫৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে আছে ৪১ দশমিক ২৩ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৩২ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার আছে।

এমএএস/এমএএইচ/জিকেএস