ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রংপুর সিটি করপোরেশনকে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক অনুদান

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৮ অক্টোবর ২০২৩

জনস্বাস্থ্য র্কাযক্রমে সহায়তার জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেড রংপুর সিটি করপোরেশনকে ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।

২ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের রংপুর শাখার প্রধান মো. রেজাউল হক মেয়র মো. মোস্তাফিজুর রহমানের কাছে চেক হস্তান্তর করেন।

রংপুর সিটি করপোরেশনে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে যার কারণে প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষের মৃত্যু হয়। রংপুর নগরীতে শিয়াল, বাদুড়, কুকুরসহ বিভিন্ন প্রাণীর কামড়ের জন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য ইউনিটের পক্ষ থেকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে অনেক নিম্ন আয়ের মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা বিবেচনায় জনস্বাস্থ্য র্কাযক্রমে সহায়তা ও স্বাস্থ্যসবোর উদ্দেশ্যে ব্যাংক এ আর্থিক সহায়তা দিয়েছে।

এসটি/এমএস