ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশ ফেস্টিভ্যাল

প্লেনের টিকিট, হোটেল ও হজ প্যাকেজে ছাড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চলছে বাংলাদেশ ফেস্টিভ্যাল। এ ফেস্টিভ্যালে দেশ-বিদেশ ভ্রমণে এয়ারলাইন্স টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ, হজ প্যাকেজসহ বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মেলা। রাজধানীর শের-ই-বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে মেলা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশে প্রথমবারের মতো এ ফেস্টিভ্যালের আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’।

সরেজমিনে দেখা যায়, ফেস্টিভ্যালে বিভিন্ন এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফারও আয়োজন চলছে এ উৎসবে।

প্লেনের টিকিট, হোটেল ও হজ প্যাকেজে ছাড়

এছাড়া এই উৎসবে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাবারের মধ্যে নরসিংদীর নকশি পিঠা, নাটোরের কাঁচা গোল্লা, কুষ্টিয়ার কুলফি, পুরান ঢাকার হাজীর বিরিয়ানি, বাকড়খানি, মুক্তাগাছার মণ্ডা, চট্টগ্রামের মেজবান, খুলনার চুইঝাল, বিসমিল্লাহর কাবাব, কুমিল্লার রসমালাইসহ ৬৪টি জেলা থেকে ৭০টির বেশি ঐতিহ্যবাহী ফুড স্টল রয়েছে। এ উৎসবে তাঁত, জামদানি তৈরির প্রক্রিয়া দেখা যাবে। আছে মসলিন পুনরুদ্ধার হওয়ার গল্প এবং মসলিন তৈরির প্রদর্শনী।

মেলায় সবচেয়ে বড় স্টল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ঢাকা-নারিতা রুটের টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ছাড়া আবুধাবি, ব্যাংকক, শারজাহ, সিঙ্গাপুর, দুবাই, দোহা, দিল্লি, গুয়াংজু, কাঠমান্ডু ও কলকাতায় ১৫ শতাংশ ছাড়া দিয়েছে। আর ঢাকা-গুয়াংজু রুটে ছাড় দিয়েছে ১০ শতাংশ। বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বর বা মেলায় গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সও আন্তর্জাতিক সব রুটের টিকিটে ১০ শতাংশ এবং ডোমেস্টিক রুটে ১৫ শতাংশ ছাড় দিয়েছে।

এ মেলায় কক্সবাজারের ওসান প্যারাডাইস তাদের হোটেলে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

সর্বনিম্ন এক লাখ ১০ হাজার টাকায় ওমরা প্যাকেজ ঘোষণা করেছে এআইআর স্পিড প্রাইভেট লিমিটেড।

এমএমএ/জেডএইচ/জেআইএম