তিন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় ও সময় অনুমোদন
দিনাজপুর, বান্দরবান ও ফেনী জেলায় তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ২০০ মেগাওয়াট (এসি), বান্দরবানের লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) এবং ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদ দেওয়া হয়।
বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে দেওয়া তিনটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই তিন সৌরবিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ অনুমোদন দিয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
আরও পড়ুন: দেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ মিলছে ১২০০ মেগাওয়াট
জানা গেছে, অনুমোদিত ট্যারিফে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে প্রায় সাত হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা। সময় লাগবে ২০ বছর।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে লামা উপজেলায় ৭০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে প্রায় দুই হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা। সময় লাগবে ২০ বছর।
আরও পড়ুন: ডিসেম্বরেই মাতারবাড়ী প্রকল্পের বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
অন্যদিকে সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রায় তিন হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকা। সময় লাগবে ২০ বছর।
এমএএস/বিএ/জিকেএস