ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে, বেশি খরচ ভারতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ব্যাংকগুলোর ইস্যু করা ক্রেডিট কার্ডের ব্যবহার দিনদিন বাড়ছে। দেশে ও বিদেশে এসব ক্রেডিট কার্ডের চাহিদাও বাড়ছে। তবে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের লেনদেন কমলেও বেড়েছে বিদেশগামীদের লেনদেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে প্রায় ৩ শতাংশ খরচ কমেছে। একই সময়ে দেশের বাইরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে ৩২ শতাংশ বেশি ডলার খরচ করেছেন।

প্রতিবেদন বলছে, ২০২৩–২৪ অর্থবছরের জুলাই মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডে ২ হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের মাসে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৪১৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশের ভেতর লেনদনে কমেছে ৭২ কোটি টাকা বা প্রায় ৩ শতাংশ (২ দশমিক ৯৬ শতাংশ)।

একই সময়ে অর্থাৎ জুলাই মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার খরচ বেড়েছে। জুলাই মাসে খরচ হয় ৫১১ কোটি টাকার সমপরিমাণ ডলার। যা তার আগের মাস জুনে ছিল ৩৮৮ কোটি টাকার সমপরিমাণ ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে ডলার খরচ বেড়েছে ১২৩ কোটি টাকা বা ৩১ দশমিক ৮১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংকগুলোর ইস্য করা কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে। দেশের টাকায় লেনদেন কমলেও বিদেশে ডলারের ব্যবহার বেড়েছে। এতে নগদ ডলারে ওপর সাময়িক চাপ কমেছে বলেও জানান তিনি।

আলোচ্য মাসে (জুলাই) লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ভারতে। এর পরিমাণ মোট ব্যয়ের প্রায় ১৬ দশমিক ৯২ শতাংশ। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্যবহার হয়েছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া সৌদি আরবে ১১ দশমিক ৪২, থাইল্যান্ডে ৯ দশমিক ২২, সিঙ্গাপুরে ৭ দশমিক ৭১, যুক্তরাজ্যে ৬ দশমিক ৯২, সংযুক্ত আরব আমিরাতে ৬ দশমিক ১১, কানাডায় ৫ দশমিক ৩১, মালয়েশিয়ায় ৪ দশমিক ৪৮, নেদারল্যান্ডসে ২ দশমিক ৩৫, আয়ারল্যান্ডে ২ দশমিক ৩৫, অস্ট্রেলিয়ায় ২ দশমিক ৩৩ শতাংশ এবং অন্যান্য দেশে ১১ দশমিক ৪৪ শতাংশ খরচ হয়েছে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে বেশি খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে, যা মোট লেনদেনের ৩০ দশমিক ৮২ শতাংশ। ১৫ দশমিক ৬২ শতাংশ লেনদেন হয়েছে খুচরা আউটলেট পরিষেবায়। ওষুধ ও ফার্মেসিতে ১১ দশমিক ৯৩, পোশাক কেনাকাটায় ৯ দশমিক ৪৬, পরিবহন খাতে ৭ দশমিক ৮৪ এবং নগদ অর্থ উত্তোলনে ৭ দশমিক ৮৪ শতাংশ খরচ হয়েছে।

জুলাই মাসে দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের নাগরিকরা তাদের ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। যা মোট লেনদেনের প্রায় ২৪ দশমিক ৮৭ শতাংশ। এর পরেই রয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা, ক্রেডিট কার্ডে তাদের লেনদেনের পরিমাণ ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। এছাড়া ভারতীয়রা ১০ দশমিক ১৪, জাপানিজ ৪ দশমিক ১৫, হংকংয়ের ৩ দশমিক ৬৫ এবং কানাডীয়রা ৩ দশমিক ৫৭ শতাংশ খরচ করেছেন।

ইএআর/কেএসআর/এএসএম