বাপার নির্বাচন
ভোট পুনর্গণনায়ও ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) ২০২৩-২৫ মেয়াদে দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফলের ওপর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় ভোট গণনায়ও পূর্ণ প্যানেলে জয় পেয়েছে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর নেতৃত্বাধীন বাপা ঐক্য পরিষদ।
জানা গেছে, বাপার দ্বি-বার্ষিক নির্বাচন গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ঘোষিত ফলাফলের ওপর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ডের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) পুনরায় ভোট হাতে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন বোর্ডের সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান এ তথ্য জানান। তিনি জাগো নিউজকে বলেন, ভোটের ফলাফলের ওপর আপিল আবেদন করায় ভোট পুনরায় গণনা করা হয়েছে। আগেরবার মেশিনে ভোট গণনা করা হলেও এবার আমরা হাতে গণনা করেছি। তবে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।
সোহেল রহমান বলেন, আপিল আবেদন করা প্রার্থীদের মধ্যে একজন উপস্থিত ছিলেন, বাকিরা আসেননি। যিনি উপস্থিত ছিলেন তিনি নিজেও ভোট গণনা করেছেন। আমরা গণনা শেষে দুপক্ষের সামনেই ফলাফল দিয়ে কমিটি ঘোষণা করে দিয়েছি।
গত ২ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঐক্য পরিষদের ১৫ জন প্রার্থীর সবাই জয়ী হন।
আরও পড়ুন>> বাপার নির্বাচন: ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়
এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২৩৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২০৯ জন। বাতিল হয়েছে চারটি ভোট। বাপা ঐক্য পরিষদের হয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন আহসান খান চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ১৪৭টি।
এছাড়া আহমেদ অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মো. ইকতাদুল হক ১৪৫ ভোট, এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মাজেদ ১৪৩ ভোট, আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ ১৪২ ভোট এবং হাসেম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাসেম পান ১৪২ ভোট।
অন্যদিকে ঐক্য পরিষদের হয়ে বিজয়ী স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মো. মাঈন উদ্দিন ১৪২ ভোট, বনফুল অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম ১৩৭ ভোট, এন এগ্রো প্রসেসরের নাজমুল হক ১৩৪ ভোট, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ১৩১ ভোট, মেরিডিয়ান ফুডস লিমিটেডের চেয়ারম্যান কোহিনুর কামাল ১৩০ ভোট, থাই ফুডস প্রোডাক্টসের মাইকেল দে ১২৮ ভোট, আল-আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. তাফহীম আল-আজমী ১২৬ ভোট, ফাহমিদা কনজ্যুমার প্রোডাক্টসের স্বত্বাধিকারী মোহাম্মদ আল এমরান ১২৫ ভোট, নওশিন এগ্রো অ্যান্ড ফ্রোজেন ফুড প্রসেসরের স্বত্বাধিকারী হাজী নুর এ আলম দেওয়ান ১১৪ ভোট এবং অ্যাগ্রোফুড প্রসেজ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী সৈয়দ মো. মোস্তফা ১১১ ভোট পেয়েছেন।
আইএইচআর/এমকেআর/জিকেএস