ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

‘তেলামাথায় তেল দিতে চায় কিছু ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৪ আগস্ট ২০২৩

তেলামাথায় তেল দেওয়ার অভ্যাস রয়েছে কিছু ব্যাংকের। তারা শুধু বড় বড় ব্যবসায়ীকে ঋণ দেন, ছোটদের দেন না। যার টাকা আছে তাকেই ব্যাংকগুলো কেন টাকা দেবে? আমরা এটি নিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বসেছি। এসএমইসহ ছোট-বড় সবার ব্যাংক লোনের সহযোগিতা করার চেষ্টা করেছি।

সোমবার (১৪ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদ্যবিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন।

আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মাহবুবুল আলমের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ (২০২৩-২৫) এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন জসিম উদ্দিনের নেতৃত্বাধীন ২০২১-২৩ এর পরিচালনা পর্ষদ।

আরও পড়ুন: এফবিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন মাহবুবুল আলম

মো. জসিম উদ্দিন বলেন, এফবিসিসিআই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। এটি বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করে। অধিকাংশ ক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা ব্যাংক ঋণ পেতে সমস্যার পড়েন। ব্যাংক ঋণের কারণে ছোট ব্যবসা পরিচালনায় সমস্যার মধ্যে পড়তে হয়। তারা তেমন লোন পান না। আমরা শুরু থেকেই ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে কাজ করেছি। ব্যাংকগুলোর অনেকেরই আবার তেলামাথায় তেল দেওয়ার অভ্যাস হয়ে ওঠে। যেসেব ব্যবসায়ীর টাকা আছে তাকেই টাকা (লোন) দিতে চান তারা। এ কারণে আমরা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নিয়ে বসেছি। ছোটদের ব্যবসা বৃদ্ধিতে কাজ করেছি। আগামীতেও নতুন বোর্ড কাজ করবে বলে আশা করি।

সদ্যবিদায়ী সভাপতি জসিম উদ্দিন নবনির্বাচিত পরিচালকদের স্বাগত জানিয়ে বলেন, আমাদের ২০২১-২০২৩ মেয়াদে বোর্ডের শেষ কার্যদিবস ছিল আজ। দায়িত্ব নেওয়ার পর থেকে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সরকারের উন্নয়নের দেখানো স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করেছি।

বিদায়ী সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দেশের চার কোটি ব্যবসায়ীর সংগঠন এফবিসিসিআই। ২০২১-২০২৩ মেয়াদে জসিম উদ্দিনের নেতৃত্বে আমরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করেছি।

ইএআর/এমএইচআর/এএসএম