ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

চিনির দাম কেজিতে কমলো ৫ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৩ আগস্ট ২০২৩

অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ কমার কথা জানিয়ে প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত চিনির দাম ৫ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (১৩ আগস্ট) সংগঠনটির নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চিনির নতুন নির্ধারিত মূল্য আগামীকাল (১৪ আগস্ট) থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম কমলো লিটারে ৫ টাকা

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি কেজি খোলা চিনির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

আইএইচআর/এমএইচআর/জিকেএস