ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

অথবা ডট কমে মিলবে ইনফিনিটি, রিচম্যান ও লুবনান ব্র্যান্ডের পণ্য

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১০ আগস্ট ২০২৩

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অথবা ডট কম’ এবং লুবনান ট্রেড কনসোর্টিয়ামের অধীন দেশের অন্যতম লিডিং ফ্যাশন ব্র্যান্ড রিচম্যান, লুবনান এবং ইনফিনিটি মেগা মল-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত অথবা ডট কম-এর হেড অফিসে সম্প্রতি এ চুক্তি সই অনুষ্ঠানটি হয়।

জানা গেছে, ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাশন এবং লাইফ স্টাইল অ্যাক্সেসরিজ আইটেম প্রস্তুত করে থাকে। অথবা ডট কম তাদের নিজস্ব গ্রাহকদের ঘরে বসেই প্রিমিয়াম কোয়ালিটির পোশাক এবং লাইফ স্টাইল অ্যাক্সেসরিজ ক্রয়ের সুবিধা দেওয়ার লক্ষ্যে মূলত লুবনান ট্রেড কন্সোর্টিয়ামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন থেকে অথবা ডট কম-এর গ্রাহকরা ঘরে বসে অ্যাপ কিংবা www.othoba.com-এ ভিজিটের মাধ্যমে ইনফিনিটি, রিচম্যান ও লুবনান ব্র্যান্ডের মানসম্মত রুচিশীল সব পোশাক এবং অ্যাক্সেসরিজ ক্রয় করতে পারবেন।

এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ অথবা ডট কম-ইব্রাহীম স্বপন, ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটেগরি হেড-নাজমুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার-মো. শাহিদুল আল-মামুন এবং লুবনান ট্রেড কন্সোর্টিয়ামের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর-গোলাম মোহাম্মদ রাশেদুল হক, ডিজিটাল মার্কেটিং সিনিয়র ম্যানেজার-এস এম সালমান জাহিদ এবং ই-কমার্স ও ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ-তাকিউর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআইএইচএস/জেআইএম

বিজ্ঞাপন