ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাংলাদেশে হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল করবে ভারত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৭ আগস্ট ২০২৩

বাংলাদেশের চিকিৎসা খাতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে হাসপাতাল করবে ভারতের ডিসান হাসপাতাল। এজন্য তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় জায়গা দেখছেন বলে জানিয়েছেন হাসপাতালটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত।

রোববার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে ‘আইসিসি বিমসটেক এনার্জি কনক্ল্যাভ’ উদ্বোধন করা হয়। এরপর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সজল দত্ত।

তিনি বলেন, ‘ভারতে মানুষ চিকিৎসার জন্য যায়। তার অন্যতম কারণ ভালো চিকিৎসা যেন ন্যায্য দামে হয়। কেন কলকাতা, শিলিগুড়ি বা পশ্চিম বাংলা? কাছে, একই ভাষা, একই খাওয়া-দাওয়া, একই কালচার। সুতরাং বাংলাদেশের যারা আসেন নিজের বাড়ি মনে করেই আসেন। সেটা অন্য জায়গায় গেলে হয়তো তাদের অসুবিধা ছিল।’

ডিসান হাসপাতালের চেয়ারম্যান সজল দত্ত বলেন, আমাদের ৫০ শতাংশের বেশি রোগী যাদের আমরা মেডিকেল টুরিস্ট বলি, তারা বাংলাদেশ থেকে আসে। আমি বাংলাদেশে বিনিয়োগ করবো। হাসপাতাল একটি বড় বিনিয়োগের বিষয় লং টাইম সার্ভিসের জন্য।’

তিনি বলেন, ‘চারটি সমস্যা নিয়ে আমাদের এখানে বাংলাদেশি রোগী বেশি আসে। কার্ডিয়াক, ক্যানসার, নিউরো আর গ্যাস্ট্রো সমস্যা নিয়ে। আমরা যেটা ভাবছি এ হাসপাতাল সেটআপ করতে চারটি বিষয়কে প্রাধান্য দেবো। যাতে এ ধরনের রোগী বাংলাদেশের বাইরে না যায়।’

বাংলাদেশে হাসপাতাল করার ক্ষেত্রে চারটি জায়গা দেখা হচ্ছে জানিয়ে ডিসান হাসপাতালের চেয়ারম্যান বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা—এ চারটি জায়গা আমরা টার্গেট করেছি। তবে কোথায় হবে এখনো ডিসাইডেড না। এজন্য এক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।’

আইএইচআর/এসআর