ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

একলাফে ১৪১ টাকা বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০২ আগস্ট ২০২৩

টানা কয়েক দফা কমার পর এবার বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে এক হাজার ১৪০ টাকা করা হয়েছে, যা এতদিন বিক্রি হয়েছিল ৯৯৯ টাকায়।

এছাড়া অন্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। আজ বুধবার (২ আগস্ট) থেকেই ভোক্তাপর্যায়ে নতুন দাম কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আরও পড়ুন: বেসরকারি প্রতিষ্ঠানে এলপিজি বিক্রি করতে চায় বিপিসি, লাভবান কে?

jagonews24

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৫২ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ১৮৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৪২৪ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৫১৯ টাকা, ১৮ কেজির দাম ১ হাজার ৭০৯ টাকা, ২০ কেজিতে ১ হাজার ৮৯৯ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯০ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৩৭৪ টাকা, ৩০ কেজির দাম ২ হাজার ৮৪৯ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ১৩৪ টাকা, ৩৫ কেজির দাম ৩ হাজার ৩২৪ টাকা, ৪৫ কেজির দাম ৪ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, কোনো পর্যায়ে নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করা যাবে না।

এমএমএ/জেডএইচ/জিকেএস