ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে বিমার দাপট চলছেই

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৯ জুলাই ২০২৩

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে কিছুটা দরপতন হলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বাড়ার দিক থেকে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টি স্থানই দখল করে বিমা খাতের কোম্পানি। এর শীর্ষ চারটি স্থানেই ছিলো বিমার দখলে।

গত সপ্তাহের আগের সপ্তাহেও শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখায় বিমা খাতের কোম্পানিগুলো। ওই সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে ৬টি ছিল বিমা দখলে। আর শীর্ষ তিনটি স্থানই ছিল বিমা কোম্পানির।

গত সপ্তাহজুড়ে বেশিরভাগ বিমা কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখালেও সব থেকে বেশি দাপট দেখায় ক্রিস্টাল ইন্স্যুরেন্স। পুঁজিবাজারের এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। ফলে ডিএসই দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এ সাধারণ বিমা কোম্পানিটির শেয়ার।

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২২ দশমিক ৭৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১২ টাকা ২০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৮ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৫৩ টাকা ৬০ পয়সা।

শেয়ার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার পাশাপাশি কোম্পানিাটির শেয়ার প্রতিদিন মোটা অঙ্কের লেনদেন হয়েছে। গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮০ কোটি ৪৮ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯ লাখ টাকা।

হঠাৎ শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২০ সালেও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ছিল।

অন্যদিকে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের ব্যবসায় কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৭৮ পয়সা মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসায় কোম্পানিটির মুনাফায় উন্নতি হয়েছে।

৪০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ৫৫ দশমিক ৬৪ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৫ দশমিক ৫৭ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৭৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার আছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল এশিয়া ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৪০ শতাংশ। ১৩ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- মেঘনা ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৯৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৮ দশমিক ৭৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৬২ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৮ দশমিক ২৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৭৭ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৫ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ২৪ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমএএইচ/জেআইএম