ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রপ্তানিতে সিআইপি সম্মাননা পেলেন ১৮০ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৫ জুন ২০২৩

দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের জন্য দেশের ১৮০ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে সরকার। রোববার (২৫ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যবসায়ী নেতাদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

গত ২৪ মে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমানের সই করা এক প্রজ্ঞাপনে সিআইপি সম্মাননায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

jagonews24

সরাসরি রপ্তানি খাতে অবদানের জন্য ১৪০ জনকে সিআইপি সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কাঁচা পাট শ্রেণিতে চারজন, পাটজাত পণ্যে চারজন, চামড়া ও চামড়াজাত পণ্যে পাঁচজন, হিমায়িত খাদ্যে আজন, ওভেন পোশাকে (একক) ১৭ জন, ওভেন পোশাক (গ্রুপ) শ্রেণিতে চারজন, কৃষি প্রক্রিয়াজাত পণ্যে তিনজন, কৃষিপণ্যে আটজন, হালকা প্রকৌশল পণ্যে তিনজন, ফার্মাসিউটিক্যালস শ্রেণিতে চারজন এবং হস্তশিল্প শ্রেণিতে তিনজন সিআইপি সম্মাননা পেয়েছেন।

অন্যদের মধ্যে হোম টেক্সটাইলে তিনজন, নিট পোশাকে (একক) ২৫ জন, নিট পোশাকে (গ্রুপ) সাতজন, সিরামিক পণ্যে দুজন, প্লাস্টিক পণ্যে একজন, বস্ত্রখাতে সাতজন এবং কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ও ডেটা প্রসেসিং ইত্যাদি পণ্য ও সেবা শ্রেণিতে চারজন, বিবিধ পণ্য শ্রেণিতে ২৩ জন ও ইপিজেডভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধি সিআইপি সম্মানা পেয়েছেন। এছাড়া ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের থেকে ৪০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রপ্তানিতে সিআইপি হলেন ১৮০ ব্যবসায়ী

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান এ.এইচ.এম. আহসান স্বাগত বক্তব্য রাখেন।

গত ২৪ মে’র প্রজ্ঞাপনে বলা হয়, আগামী এক বছরের জন্য এ সিআইপিরা সচিবালয়ে প্রবেশের জন্য পাস ও গাড়ির স্টিকার পাবেন। এছাড়া জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার ও বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। এ ছাড়া সিআইপিরা তাদের স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের জন্য ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে।

সিআইপি হিসেবে যে পরিচয়পত্র দেওয়া হবে, তা মেয়াদোত্তীর্ণের সাতদিনের মধ্যে শিল্প মন্ত্রণালয়ে ফেরত দিতে হবে। সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করে যে কোনো ব্যক্তির সিআইপি হিসেবে প্রদত্ত সুযোগ-সুবিধা মেয়াদকালীন যে কোনো সময় জনস্বার্থে প্রত্যাহার করতে পারবে।

সম্মাননাপ্রাপ্তদের তালিকায় আছেন যারা
কৃষি প্রক্রিয়াজাত পণ্য (একক) শ্রেণিতে রপ্তানিতে সিআইপি সম্মাননা পেয়েছেন তিনজন। তারা হলেন- প্রাণ ডেইরি লিমিটেডের পরিচালক আহসান খান চৌধুরী, এলিন ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক ও এস এস ফুডসের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুস সাত্তার।

কৃষিজাত পণ্য (একক) শ্রেণিতে সিআইপি সম্মাননা পাওয়া ৮ জন হলেন- মনসুর জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনসুর, মাসওয়া অ্যাগ্রোর চেয়ারম্যান ইফফাত জহুর, ইশরাক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রিয়াজ করিম খান, আল আজমী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী তাফহীম আল-আজমী, ইনডিগো করপোরেশনের স্বত্বাধিকারী ফারুক আহমেদ, রাজধানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোবিন্দ চন্দ্র সাহা, অ্যাগ্রোটেক বিডির স্বত্বাধিকারী মো. জহিরুল ইসলাম খান ও এগ্রি কনসার্নের স্বত্বাধিকারী শেখ আব্দুল কাদের।

সম্মাননাপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন- ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা অংশীদার গণেশ চন্দ্র সাহা, উত্তরা পাট সংস্থার স্বত্বাধিকারী মো. রবিউল আহসান, সহিদ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সেখ সহিদুল ইসলাম ও সারতাজ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. বদরুল আলম, আকিজ জুট মিলসের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, ফাহিম জুট ডাইভারসিফাইড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, ওহাব জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফারুক হোসেন, জুট টেক্সটাইল মিলসের চেয়ারম্যান রোকেয়া রহমান, এপেক্স ট্যানারির নির্বাহী পরিচালক এম এ মাজেদ। বে ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, এফবি ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. হেদায়েত উল্লাহ, অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিমুজ্জামান ও এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিন মজুমদার, খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম আসাদুজ্জামান, এম ইউ সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, এটলাস সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মিজানুর রহমান, প্যাসিফিক সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, জেমিনি সি ফুডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও ফারুক সি ফুডসের চেয়ারম্যান শায়লা ফারুক।

jagonews24

সম্মাননা পেয়েছেন বিডি সি ফুড ও সবজিয়ানা লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুল হায়দার চৌধুরী এবং সি ফ্রেশ লিমিটেড ও ফ্রেশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুর রহমান, রিফাত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, তারাশিমা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী, এ কে এম নিটওয়্যারের ওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, স্লোটেক্স আউটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, উইন্ডি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন খান, স্প্যারো অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজিরুল শোভন ইসলাম, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জং লিফেং, শারমিন অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইসমাইল হোসেন ও তুসুকা ট্রাউজারসের চেয়ারম্যান আরশাদ জামাল।

এছাড়া এমবিএম গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম রহমান, কানিজ গার্মেন্টসের পরিচালক কাজী এহসানুল আবেদিন, সিনসিন অ্যাপারেলসের চেয়ারম্যান ও এমডি মোহাম্মদ সোহেল সাদাত, বিগ বস করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী, গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজের চেয়ারম্যান ও সিইও এ কে এম বদিউল আলম, রাসেল গার্মেন্টসের স্বত্বাধিকারী আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যান্ডো ফ্যাশনসের পরিচালক কাজী মনির উদ্দিন, রিশাল গার্মেন্টসের এমডি ও চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন এবং ওভেন গার্মেন্টস (একক) শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন।

গার্মেন্টস (গ্রুপ) শ্রেণিতে স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মুশাররাফ হুসাইন, রাবাব গ্রুপের চেয়ারম্যান লুৎফি মাওলা আইয়ুব, ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জোয়ার্দার মোহাম্মদ হোসনে কামার আলম ও আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল ইসলাম এ সম্মাননা পান।

হালকা প্রকৌশল পণ্য (একক) খাতে সিআইপি সম্মাননা পেয়েছেন এম অ্যান্ড ইউ সাইকেলসের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া রহমান, ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ও মেঘনা বাংলাদেশ লিমিটেডের পরিচালক রাশিকুর রহমান।

ফার্মাসিউটিক্যাল পণ্য (একক) শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, নিপ্রো জেএমআই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি আব্দুল মুক্তাদির।

হস্তশিল্পজাত পণ্য শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন কারুপণ্য রংপুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল আলম সেলিম, বিডি ক্রিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন ও ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডির স্বত্বাধিকারী মো. তৌহিদ বিন আবদুস সালাম।

হোম টেক্সটাইল শ্রেণিতে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান, নোমান টেরিটাওয়েল মিলসের মনোনীত পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তালহা ও টাওয়েল টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাৎ হোসেইন সিআইপি সম্মাননা পেয়েছেন।

নিটওয়্যার (একক) শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মুস্তফা, স্কয়ার ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ফকির নিট ওয়্যারসের ব্যবস্থাপনা পরিচালক ফকির আখতারুজ্জামান, পাইওনিয়ার নিটওয়্যার্সের (বিডি) পরিচালক আসমা বেগম, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, ফোর এইচ ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, ফারিহা নিট টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুল ইসলাম, কটন ক্লাবের (বিডি) পরিচালক মো. জুবায়ের মন্ডল, মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলসের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার ও মাল্টি ফ্যাবস লিমিটেডের পরিচালক মেসবাহ ফারুকী।

এ শ্রেণিতে আরও সম্মাননা পেয়েছেন ফখরুদ্দিন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, ইন্টারস্টপ অ্যাপারেলসের চেয়ারম্যান ও এমডি নাজীম উদ্দিন আহমেদ, মেঘনা নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান, এএমসি নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা, লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেডের চেয়ারম্যান সু লিজিং, গ্রাফিকস টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক নাজীর মালেক চৌধুরী, দিগন্ত সুয়েটার্সের পরিচালক তানজিমা শাহতাজ, তামিশনা ফ্যাশন ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক গুলজার আলম চৌধুরী, কম্পটেক্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিন রাজন সাখাওয়াত, আহসান কম্পোজিটের পরিচালক এম ইসফাক আহসান, ফেব্রিকা নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, মোয়াজউদ্দিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফর রহমান, নেটওয়ার্ক ক্লথিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বোরহান উদ্দিন, রমো ফ্যাশন টুডের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং ফিয়াত ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান।

jagonews24

নিটওয়্যার (গ্রুপ) শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। নিটওয়্যার গার্মেন্টস (গ্রুপ) শ্রেণিতে সিআইপি হয়েছেন হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সামছুদ্দিন, ক্লিফটন গ্রুপের পরিচালক ও সিইও এম মহিউদ্দিন চৌধুরী, এপিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম রেজা, জে কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর খান, রিজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী এবং লান্তাবুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ সালমান।

সিরামিক পণ্য শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন শাইনপুকুর সিরামিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, প্রতীক সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ ফারুকী হাসান। আর প্লাস্টিক পণ্য শ্রেণিতে সিআইপি হয়েছেন বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন। টেক্সটাইল পণ্য (একক) শ্রেণিতে সিআইপি নির্বাচিত হয়েছেন প্যারামাউন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন, আকিজ টেক্সটাইল মিলসের পরিচালক সেখ জামিল উদ্দিন, ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিংয়ের চেয়ারম্যান সাহারা চৌধুরী, নোমান উইভিং মিলসের মনোনীত পরিচালক সুফিয়া খাতুন, চিটাগাং ডেনিম মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, ইউটা নিটিং অ্যান্ড ডাইংয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাক সাত্তার ও ফ্যাব-কন টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক খান।

কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সেবা ইত্যাদি শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম, বিজেআইটি লিমিটেডের সিইও আকবর জেএম, ডাব্লিউ থ্রি ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান এ কে এম রকিবুল ইসলাম ও ফিফটি টু ডিজিটালের পরিচালক নাভিদুল হক।

এছাড়া বিবিধ (একক) পণ্য শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন স্কয়ার টেক্সটাইলসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মনট্রিমস লিমিটেডের পরিচালক আছাদুর রহমান সিকদার, তালহা স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম, সি আর সি টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক সুকুমার রায়, ইউনিউখন লেবেল অ্যান্ড এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, ফারিহা স্পিনিং মিলসের পরিচালক মো. ইজাজ হোসেন, ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশতাক আহমেদ, আমান স্পিনিং মিলসের চেয়ারম্যান মোহাম্মদ আমানউল্যাহ, সানজি টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম, মেরিন সেফটি সিস্টেমের ব্যবস্থাপনা অংশীদার মো. কামাল উদ্দিন আহমেদ ও বিএসআরএম স্টিলসের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন।

সিআইপি সম্মাননাপ্রাপ্তদের তালিকায় আরও আছেন তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল, মাইক্রো টিমসের পরিচালক শরীফ হাসান, আলিফ ইউনিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিমুল ইসলাম, এন আই সিমেন্ট ফ্যাক্টরির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, এন আর ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. নূর উদ্দিন, নিয়ালকো এলয়েসের চেয়ারম্যান গাজী মোকাররম আলী চৌধুরী, পূর্বানী ইয়ার্ন ডায়িংয়ের পরিচালক সেলিনা হাই এবং অর্কিড ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী গাজী আবুল কাশেম।

এছাড়া বিবিধ (গ্রুপ) পণ্য শ্রেণিতে সিআইপি সম্মাননা পেয়েছেন বাদশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, তামিশনা গ্রুপের পরিচালক বুশরা বিনতে আলম ও জে কে গ্রুপের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান।

ইপিজেডভুক্ত সি শ্রেণিতে সিপিআই সম্মাননা পেয়েছেন ইউনুস্কো (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইউনুছ আহমদ, আর এম ইন্টারলাইনিংসের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজহারুল হক, ইউনিটি এক্সেসরিজের পরিচালক জয়নাল আবেদীন, ইউনিটি স্টাইল অ্যান্ড এক্সেসরিজের চেয়ারম্যান মোহাম্মদ অহীদ সিরাজ চৌধুরী ও প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

এনএইচ/এমকেআর/জেআইএম