ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

রিজার্ভ লুট : কেন্দ্রীয় ব্যাংকের জরুরি বৈঠক

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৩ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার ঘটনায় জরুরি বৈঠক করছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলামুল আলমসহ ডেপুটি গভর্নরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০১ মিলিয়ন বা ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। বাংলাদেশ ব্যাংকের দাবি, ‘হ্যাক’ করে এ অর্থ সরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা প্রথমে প্রকাশ পায়।

এসআই/জেএইচ/এমএস

আরও পড়ুন